ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলা
- আপডেট সময় : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ১০৯ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি, কক্সবাজার জেলার টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। রোববার বিকাল ৪টায় এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। তিনি জানান, বরখাস্তকৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের নামে অবৈধ অর্থে চট্টগ্রামে সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া গেছে।
প্রদীপ দাশের সম্পদ অনুসন্ধান ও প্রাথমিক তদন্ত দুদকের কেন্দ্রীয় অনুমোদন প্রাপ্তির পর মামলাটি দায়ের করা হয়। তিনি নিজে ওই মামলার বাদী বলে জানান রিয়াজ উদ্দিন।
সূত্র জানায়, প্রদীপ ও তার স্ত্রী অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন তারা।