সংবাদ শিরোনাম ::
মুজিববর্ষ উপলক্ষে আদালত পাড়ায় গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির বৃক্ষরোপণ
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: মুজিববর্ষ উপলক্ষে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট আদালত পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত ২৪ আগষ্ট সোমবার দুপুরে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিন। এসময় উপস্তিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক সুয়েব আহমদ, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর (এপিপি), সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল অদুদ, এডভোকেট মিজানুর রহমান মিজান, এডভোকেট আব্দুল খালিক, গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য জাহিদ হাসান, গণদাবি পরিষদের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন আফাজ, মহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম তফাদার হেলাল, রায়হান আহমদ, শিমুল আহমদ, এডভোকেট শহীদুল্লাহ, সুমন আহমদ, এডভোকেট চৌধুরী রহমত আলী রাজ, এডভোকেট লিজা আক্তার, সাবেক মেম্বার ইরশাদ আলী প্রমুখ। বৃক্ষরোপন অনুষ্ঠানে এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিন বলেন, সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদেরকে প্রতিনিওত অক্সিজেন দিচ্ছে, তাই বৃক্ষরোপন কার্যক্রম জোরদার করতে হবে। তিনি গণমানুষের নায্য দাবীদাওয়া আদায়ের সংগঠন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ আদালত পাড়ায় বৃক্ষরোপনের আয়োজন করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় উপস্তিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমাদের প্রানের সংগঠন গণদাবি পরিষদ গ্রাম শহর, জেলা, উপজেলা এবং প্রতিটি ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে চলমান বৃক্ষরোপন কার্যক্ষম চলছে এটা অব্যাহত থাকবে। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।