সিলেট বিভাগে আরও ৫২ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
শনিবার (২৯ আগস্ট) সিলেটের দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে আরও ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনিবার ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সিলেট ও মৌলভীবাজারে ৮ জন করে, সুনামগঞ্জে ৯ ও হবিগঞ্জে ১ জন।
এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আক্রান্তদের মধ্যে ২২ জন সিলেটের। অপর ৪ জনের একজন হবিগঞ্জের ও তিনজন মৌলভীবাজারের।এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৬৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩১ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৩৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮০ জন।
সিলেটের চার জেলায় বর্তমানে ১৩২ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৭ হাজার ৬০২ জন করোনা আক্রান্ত রোগী। আর এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুপুর পর্যন্ত মারা গেছেন মোট ১৮৭ জন। এর মধ্যে সিলেটে ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।