ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে কুপিয়ে জখম নওগাঁয় শিক্ষার্থীদের দিয়ে এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন নওগাঁয় পাগলা শিয়ালের আক্রমন ও কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত কাজ না করে সরকারি টাকা লোপাট” এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে পথ সভা মান্দায় মণ্ডপে মণ্ডপে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু নওগাঁ মান্দা একরুখী হাইস্কুলের প্রধান শিক্ষকের অনিয়ম দেখার মত মনে হয় কেহ নাই ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ মিছিল দি সিলেট ইসলামিক সোসাইটিরপঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান সম্পন্ন নর্থইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদেরআন্দোলন, কলেজ বন্ধ ঘোষণা জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সিলেট ভ্রমন করবেন? জেনে নিন আপনি কোথায় কোথায় যাবেন।

এনামুল হিমেল
  • আপডেট সময় : ১২:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে

সিলেট ভ্রমন করবেন? জেনে নিন আপনি কোথায় কোথায় যাবেন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোন সন্দেহ নেই, ভ্রমনপিপাসুদের কাছে সিলেট অতি প্রিয় গন্তব্য। আপনি যদি google মামাকে জিজ্ঞেস করেন “বাংলাদেশের সেরা ভ্রমন গন্তব্য” লিখে, সিলেট উকি দিবে সবার আগে। হাজার হাজার ভ্রমনপিপাসুরা সিলেটকে তাদের পছন্দের শীর্ষে রাখে – কেউবা বেড়াতে, কেউবা হানিমুনে। সারা বছর ধরে, এই শহর হাজার হাজার ভ্রমণকারীকে স্বাগত জানায় এবং তাদের তৃষ্ণা নিবারণ করে। প্রাকৃতিক সুন্দর অবলোকনের জন্য এ শহরের জুড়ি নেই।

আপনি যখন সিলেটে আসবেন, আপনার এক কাপ গ্রিন টি খাওয়ার এবং শুটকি এবং সাতকরার স্বাদ নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকা উচিত এবং আমার বিশ্বাস, আপনি নিশ্চয় কোন দর্শনীয় স্থান মিস করার কথা ভাববেনও না। কিন্তু, আপনি যদি মনে করেন, আপনার টাকার সাথে সদবেবহার করবেন, সিলেটে আসার আগেই জেনে নিন আপনি কোথায় কোথায় যাবেন।

এখানে সিলেট এবং সিলেট বিভাগের অন্যান্য সুন্দর শহরগুলি সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করব।

সিলেট

এটি ৩৬০ আউলিয়ার শহর বা শাহজালালের  শহর হিসাবেও পরিচিত। এই শহরটি যেমন চা, শুটকি এবং সাতকরার জন্য বিখ্যাত তেমনি এ শহরের মানুষ খোদাভীরুতা ও আতিথেয়তার জন্য পরিচিত। ছোট্ট এ শহরটি ধারন করে বিখ্যাত হযরত শাহ জালাল এবং শাহ পরান  এর পবিত্র মাজার জিয়ারত, যা দর্শনার্থীদের অন্যতম প্রধান আগ্রহ। এ দুটি মাজার যিয়ারতের পাশাপাশি, ভ্রমনপিপাসুদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণ।

সিলেটের দর্শনীয় স্থানঃ

সিলেটের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • হযরত শাহ জালাল এবং শাহ পরান  এর পবিত্র মাজার
  • জাফলং
  • লালাখাল
  • রাতারগুল
রাতারগুল সুয়াম্প ফরেস্ট
  • মালনিছড়া চা বাগান
  • ভোলাগঞ্জ সাদা পাথর
  • মনিপুরী রাজবাড়ী ও মনিপুরী মিউজিয়াম
  • কীন ব্রিজ ও আলী আলজাদের ঘড়ি
  • জিতু মিয়ার বাড়ি
  • শাহী ঈদ্গাহ
  • হাসন রাজা জাদুঘর
  • উসমানী বিমান বন্দর ও শিশু পার্ক ও অন্যান্য।

হবিগঞ্জ

সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিনের নাম অনুসারে এই শহরটি প্রতিষ্ঠিত। এই জেলায় বনিয়াচং নামে একটি উপজেলা রয়েছে, যা এশিয়ার বৃহত্তম গ্রাম হিসাবে বিবেচিত। পরে এটি উপজেলা হিসাবে উন্নীত হয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলির একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে যা আপনি কখনও মিস করবেন না।

হবিগঞ্জের দর্শনীয় স্থানঃ

হবিগঞ্জের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • বিথংগল আখড়া
  • সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিনের এর পবিত্র মাজার
  • সাগরদিঘি
  • সাতছরি রিসার্ভ ফরেস্ট
  • কালেঙ্গা রিসার্ভ ফরেস্ট
  • নাগুরা ফার্ম ও অন্যান্য।

মৌলভীবাজার

মৌলভীবাজার শহর মৌলভীবাজারের নামকরণ করা হয়েছে হযরত সৈয়দ মৌলভী কুদরতউল্লাহ মুন্সেফের নাম, হযরত সৈয়দ শাহ মোস্তফার বংশধর ‘শের-ই-সোয়ার’ চবুকমার বাগদাদী, এই অঞ্চলে ইসলামের আগমনকালীন সময়ে সক্রিয় ইসলাম প্রচারক। মৌলভীবাজারের আকর্ষণীয় জায়গাগুলি একবার দেখুন।

মৌলভীবাজারের দর্শনীয় স্থানঃ

মৌলভীবাজারের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • মাধবকুণ্ড জলপ্রপাত
  • মাধবকুণ্ড ইকোপার্ক
  • আনারস  ও লেবু বাগান
  • চা বাগান
  • সিপাহী হামিদুর রাহমানের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য।

সুনামগঞ্জ

এই শহরটি হাসন রাজার শহর হিসাবে চিহ্নিত। হাসন রাজা ছিলেন একজন বাঙালি কবি, মরমী দার্শনিক এবং গীতিকার। আপনি যখন শহরে পৌঁছবেন তখন শহরের মুখে দৈত্যাকৃতির এক তোরণ আপনাকে স্বাগত জানাবে।

সুনামগঞ্জের দর্শনীয় স্থানঃ

যা দেখবেন সুনামগঞ্জেঃ

  • টাংগুয়ার হাউর
  • হাসন রাজা জাদুঘর
  • নিলাদ্রি লেক
  • শিমুল বাগান
  • টেকেরঘাত সাদা পাথর
  • কালীবাড়ি মন্দির
  • বাগবাড়ি টিলা ও আরও অনেক।

এছাড়াও আপনি খুজে পেতে পারেন অজানা এবং লুকিয়ে থাকা অনেক মুগ্ধকর কিছু, যা আপনার আগে কেউ খুজে পায়নি।  সুতরাং, চলে আসুন কোন এক অবসরে।

লেখকঃ ইংরেজি প্রভাষক, সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট ভ্রমন করবেন? জেনে নিন আপনি কোথায় কোথায় যাবেন।

আপডেট সময় : ১২:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

কোন সন্দেহ নেই, ভ্রমনপিপাসুদের কাছে সিলেট অতি প্রিয় গন্তব্য। আপনি যদি google মামাকে জিজ্ঞেস করেন “বাংলাদেশের সেরা ভ্রমন গন্তব্য” লিখে, সিলেট উকি দিবে সবার আগে। হাজার হাজার ভ্রমনপিপাসুরা সিলেটকে তাদের পছন্দের শীর্ষে রাখে – কেউবা বেড়াতে, কেউবা হানিমুনে। সারা বছর ধরে, এই শহর হাজার হাজার ভ্রমণকারীকে স্বাগত জানায় এবং তাদের তৃষ্ণা নিবারণ করে। প্রাকৃতিক সুন্দর অবলোকনের জন্য এ শহরের জুড়ি নেই।

আপনি যখন সিলেটে আসবেন, আপনার এক কাপ গ্রিন টি খাওয়ার এবং শুটকি এবং সাতকরার স্বাদ নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকা উচিত এবং আমার বিশ্বাস, আপনি নিশ্চয় কোন দর্শনীয় স্থান মিস করার কথা ভাববেনও না। কিন্তু, আপনি যদি মনে করেন, আপনার টাকার সাথে সদবেবহার করবেন, সিলেটে আসার আগেই জেনে নিন আপনি কোথায় কোথায় যাবেন।

এখানে সিলেট এবং সিলেট বিভাগের অন্যান্য সুন্দর শহরগুলি সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করব।

সিলেট

এটি ৩৬০ আউলিয়ার শহর বা শাহজালালের  শহর হিসাবেও পরিচিত। এই শহরটি যেমন চা, শুটকি এবং সাতকরার জন্য বিখ্যাত তেমনি এ শহরের মানুষ খোদাভীরুতা ও আতিথেয়তার জন্য পরিচিত। ছোট্ট এ শহরটি ধারন করে বিখ্যাত হযরত শাহ জালাল এবং শাহ পরান  এর পবিত্র মাজার জিয়ারত, যা দর্শনার্থীদের অন্যতম প্রধান আগ্রহ। এ দুটি মাজার যিয়ারতের পাশাপাশি, ভ্রমনপিপাসুদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণ।

সিলেটের দর্শনীয় স্থানঃ

সিলেটের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • হযরত শাহ জালাল এবং শাহ পরান  এর পবিত্র মাজার
  • জাফলং
  • লালাখাল
  • রাতারগুল
রাতারগুল সুয়াম্প ফরেস্ট
  • মালনিছড়া চা বাগান
  • ভোলাগঞ্জ সাদা পাথর
  • মনিপুরী রাজবাড়ী ও মনিপুরী মিউজিয়াম
  • কীন ব্রিজ ও আলী আলজাদের ঘড়ি
  • জিতু মিয়ার বাড়ি
  • শাহী ঈদ্গাহ
  • হাসন রাজা জাদুঘর
  • উসমানী বিমান বন্দর ও শিশু পার্ক ও অন্যান্য।

হবিগঞ্জ

সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিনের নাম অনুসারে এই শহরটি প্রতিষ্ঠিত। এই জেলায় বনিয়াচং নামে একটি উপজেলা রয়েছে, যা এশিয়ার বৃহত্তম গ্রাম হিসাবে বিবেচিত। পরে এটি উপজেলা হিসাবে উন্নীত হয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলির একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে যা আপনি কখনও মিস করবেন না।

হবিগঞ্জের দর্শনীয় স্থানঃ

হবিগঞ্জের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • বিথংগল আখড়া
  • সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিনের এর পবিত্র মাজার
  • সাগরদিঘি
  • সাতছরি রিসার্ভ ফরেস্ট
  • কালেঙ্গা রিসার্ভ ফরেস্ট
  • নাগুরা ফার্ম ও অন্যান্য।

মৌলভীবাজার

মৌলভীবাজার শহর মৌলভীবাজারের নামকরণ করা হয়েছে হযরত সৈয়দ মৌলভী কুদরতউল্লাহ মুন্সেফের নাম, হযরত সৈয়দ শাহ মোস্তফার বংশধর ‘শের-ই-সোয়ার’ চবুকমার বাগদাদী, এই অঞ্চলে ইসলামের আগমনকালীন সময়ে সক্রিয় ইসলাম প্রচারক। মৌলভীবাজারের আকর্ষণীয় জায়গাগুলি একবার দেখুন।

মৌলভীবাজারের দর্শনীয় স্থানঃ

মৌলভীবাজারের অনেক দর্শনীয় স্থানের মধ্যে যে গুলো না দেখলেই নয়ঃ

  • মাধবকুণ্ড জলপ্রপাত
  • মাধবকুণ্ড ইকোপার্ক
  • আনারস  ও লেবু বাগান
  • চা বাগান
  • সিপাহী হামিদুর রাহমানের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য।

সুনামগঞ্জ

এই শহরটি হাসন রাজার শহর হিসাবে চিহ্নিত। হাসন রাজা ছিলেন একজন বাঙালি কবি, মরমী দার্শনিক এবং গীতিকার। আপনি যখন শহরে পৌঁছবেন তখন শহরের মুখে দৈত্যাকৃতির এক তোরণ আপনাকে স্বাগত জানাবে।

সুনামগঞ্জের দর্শনীয় স্থানঃ

যা দেখবেন সুনামগঞ্জেঃ

  • টাংগুয়ার হাউর
  • হাসন রাজা জাদুঘর
  • নিলাদ্রি লেক
  • শিমুল বাগান
  • টেকেরঘাত সাদা পাথর
  • কালীবাড়ি মন্দির
  • বাগবাড়ি টিলা ও আরও অনেক।

এছাড়াও আপনি খুজে পেতে পারেন অজানা এবং লুকিয়ে থাকা অনেক মুগ্ধকর কিছু, যা আপনার আগে কেউ খুজে পায়নি।  সুতরাং, চলে আসুন কোন এক অবসরে।

লেখকঃ ইংরেজি প্রভাষক, সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।