শাবির ল্যাবে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত
- আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ১১২ বার পড়া হয়েছে
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৩৩টি নমুনা পজিটিভ এসেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৩৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ৮ জন ও সিলেট জেলার ১১ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ২৯২টি, হবিগঞ্জের ৪৮টি, মৌলভীবাজারের ৫৬টি ও সুনামগঞ্জের ৩৭টি নমুনাসহ মোট ৩২১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
।