তরুণ সমাজকর্মী তারেক আহমদের উপর মিথ্যে মামলার প্রতিবাদে লাউয়াই যুবসমাজের প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ৪৮ বার পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই গ্রামের সামাজিক সংগঠন ‘লাউয়াই যুব সমাজ’ সংঠনের অন্যতম সদস্য, জনকল্যাণে নিবেদিতপ্রাণ, তরুণ সমাজকর্মী তারেক আহমদের উপর মিথ্যে ও ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে। গতকাল (৪ঠা ডিসেম্বর) শুক্রবার বাদ এশা লাউয়াইতে যুবসমাজ আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তারা মামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই মিথ্যে ও ষড়যন্ত্রমুলক মামলা থেকে তারেক আহমদের নাম প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন, নির্দোষ তারেক আহমদকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানোর অপচেষ্টা গ্রামের যুবসমাজ বরদাশত্ করবে না। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তরুণ সংগঠক রূপল মাহমুদ-এর সভাপতিত্বে এবং তরুণ ক্রীড়াসংগঠক ইসমাইল আব্দুল্লাহ শিহাবের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ রাজিব আহমদ, সাজু আহমদ, আমিন উদ্দিন আহমদ, সাজন তালুকদার, শিহাব রহমান, বাছিত আহমদ, আলী আহমদ, মেহরাজ উদ্দিন হাসান, তানভীর আহমদ, আজিজ আহমদ ইমন, রমিজ উদ্দিন, প্রীতম সরকার, খাইরুল ইসলাম, শিপু হোসেন, ইয়াকুব আলী, রুহুল আমিন, সাদিক আহমদ, কামরান হোসেন, রণি সরকার, ফরহাদ ইসলাম, মোহাম্মদ রবিউল, সাইফুর রহমান, সৈয়দ শাহাদাত হোসেন অপু, নিপু হোসেন, রায়হান উদ্দিন, হাবিবুর রহমান মিফতা, জিসান সরকার, আল-ইসলাম, ফাহিম আহমদ, ইকরাম হোসেন, আল-আমীন, জাবেদ আহমদ, শহীদ মিয়া, উজ্জ্বল আহমদ, আলেক আহমদ, নাঈম আহমদ, আলী হোসেন, শামীম আহমদ প্রমুখ।
সভায় এ ঘটনার বিষয়ে অবহিতকরণ এবং এর প্রতিকারে সহযোগিতা চেয়ে অভিভাবক সংগঠন লাউয়াই পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের প্রস্তাব গৃহিত হয়। প্রস্তাবে তৎপরবর্তীতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।