সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ অবিলম্বে শুরু করুন – সদর দক্ষিণ নাগরিক কমিটি
- আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ৫১ বার পড়া হয়েছে
সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্থানে প্রস্তাবিত ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছে। গত (১৯ ডিসেম্বর) শনিবার রাতে সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়। অপর এক প্রস্তাবে ‘ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ডিপিপি অনুমোদিত ঢাকা-সিলেট মহাসড়ক (এন-২)-এর সিলেটের লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত বিদ্যমান সড়ককে ১৯৯৯-২০০০ সালের তৃতীয় ঢাকা-সিলেট মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও পূণর্বাসন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভ‚মি ব্যবহারপূর্বক দু’টি সার্ভিস লেনসহ ৬ লেনে রূপান্তরের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষমান প্রকল্পটি সংশোধনপূর্বক দ্রত অনুমোদনের দাবি জানানো হয়। অন্য এক প্রস্তাবে বাস্তবায়নাধীন ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক তথা এশিয়ান হাইওয়ের সিলেটের লালাবাজার-সিলাম-পারাইরচকস্থ পীর হবিবুর রহমান চত্বর অংশে অনুরূপ দু’টি সার্ভিস লেনসহ ৬ লেন বিশিষ্ট নতুন বাইপাস সড়কের নির্মাণকাজও অবিলম্বে শুরুর দাবি
জানানো হয়েছে।
আরো এক প্রস্তাবে নগরির ২৫ ও ২৬ নং ওয়ার্ডসহ বর্ধিত এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন ড্রেনের কাজ অবিলম্বে শুরু এবং নির্মাণাধীন কদমতলিস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণকাজ দ্রæত সম্পন্ন করার জন্য সিটি মেয়র আলহাজ্ব আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হয়। অপর এক প্রস্তাবে সিলেট-জালালপুর-সুলতানপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে এর অগ্রগতি পর্যবেক্ষণ এবং জনস্বার্থে প্রকল্পের কাজ দ্রত শেষ করার তাগিদ দেয়ার জন্য সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অসুস্থ আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব হাবিব হোসেন চেয়ারম্যানের দ্রত সুস্থতা কামনা করা হয়। সংগঠনের অন্যতম সহ-সভাপতি, বর্ষীয়ান পরিবহন শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ গোলাম হাফিজ লোহিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম সহ-সভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর।
এর উপর আলোচনায় অংশ নেন আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ দিলওয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, নুরুল ইসলাম সুমন, হাজী জয়নাল আহমেদ, খন্দকার মহসিন কামরান, মোঃ আব্দুল ওয়াহিদ, হোসেন মোহাম্মদ মিনহাজ, শাহ এখলাছ মিয়া, খলিল মিয়া, আলহাজ্ব এমডি ফুল মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুহাম্মদ সোহেল রানা।