সিলেট বিভাগে গণ ও পণ্য পরিবহন ধর্মঘট ধর্মঘটে অচল সিলেটঃ সমাধানের নেই কোন উদ্যোগ মিছিল সমাবেশ অব্যাহত
- আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ৪৬ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে গণ ও পণ্য পরিবহন ধর্মঘট ধর্মঘটে অচল সিলেটঃ সমাধানের নেই কোন উদ্যোগ মিছিল সমাবেশ অব্যাহত
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহূত সিলেট বিভাগে ৭২ ঘন্টার গণ ও পণ্য পরিবহন ধর্মঘটের দ্বিতীয়দিনেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বুধবারও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে গণ ও পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক, লরি, মাইক্রোবাস ও অটোরিক্সা শ্রমিকরা নিজ নিজ টার্মিনাল বা স্ট্যান্ডে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছেন। (২৩ ডিসেম্বর) বুধবার সকাল থেকে নগরির দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে শান্তিপূর্ণ অবস্থান নেন বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট বিভাগীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল, সদস্য সচিব আবু সরকার, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ জিয়াউল কবির পলাশের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
হুমায়ুন রশীদ চত্বরসহ সিলেট জেলার বিভিন্ন পয়েন্টে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি হেলাল আহমদ, নাজিম উদ্দিন লস্কর, মুক্তার আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ জুনু, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, প্রচার সম্পাদক শেকু আহমদ, দফতর সম্পাদক আব্দুল লতিফ, সিলেট বিভাগীয় ট্রাক মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস-মাইক্রেবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮)-এর কার্যকরী সভাপতি মোঃ রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ সামছুল ইসলাম মানিক, মিতালী বাস শ্রমিক শাখার সভাপতি রিয়াজ মিয়া, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রপের সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, প্রচার সম্পাদক নুর আহমদ খান সাদেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব আলী, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক শওকত আলী বাবুল, জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরীফ আহমদ, আলী আহমদ, জলিল আহমদ, বেলাল আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাওছার আহমদ, সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, ফেঞ্চগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, পূর্ব গোয়াইনঘাট আাঞ্চলিক কমিটির সভাপতি ছমেদ মিয়া, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কালা মিয়া, গোলাপগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, বিয়ানীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মানিক উদ্দিন প্রমূখ।
এছাড়া সুনামগঞ্জে ভোর থেকে রাত পর্যন্ত সড়কে অবস্থান নেন সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমদ, মৌলভীবাজারে মিছিল সমাবেশ করেছেন মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়াদুদ, হবিগঞ্জ জেলা বাস মালিক গ্রæপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংকর শুভ্র রায়, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ। মিছিল-সমাবেশে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও প্রশাসন পাথর কোয়ারি খুলে দিচ্ছেন না। এমনকি সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকেও কোন প্রকার সভা আহবান করা হচ্ছে না। ফলে ১০ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আজ হুমকির সম্মুখিন। মানবতা ও জীবন রক্ষার্থে আমরা ৭২ ঘন্টার ধর্মঘট পালন করছি। আমাদের বিশস প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মালিক-শ্রমিকদের জীবন
রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।