“বালাগঞ্জে শোকসভা অনুষ্ঠিত পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে রায় কার্যকর করা দেশবাসীর পরম চাওয়া” হাবিবুর রহমান হাবিব
- আপডেট সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৫৬ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল ঘাতকরা। শুধু তাই নয়, হত্যার পর ঘাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতারা হত্যাকারীদের নিরাপদ রাখতে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করে হত্যার বিচারের পথরুদ্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে জাতির জনক ও তার পরিবারবর্গকে অন্যায়ভাবে হত্যার বিচার করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করেছেন। হত্যাকারীদের কয়েকজনের রায়
ইতোমধ্যে কার্যকর হলেও বেশ কয়েকজন হত্যাকারী এখনও দেশের বাইরে পালিয়ে রয়েছে।
তাদেরকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা এখন দেশবাসির পরম চাওয়া। হাবিবুর রহমান হাবিব গতকাল (১৫ আগস্ট) রোববার স্থানীয় এম এ খান অডিটরয়ামে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলাআওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, আজিজুর রহমান লকুছ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, রফিকুল আলম, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কামাল আহমদ, পূর্ব গৌরীপুর ইউপিচেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক খলকু, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান ইয়াবর, আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন মাসুম, জুনেদ আহমদ, কৃষকলীগ নেতা তারা মিয়া, শ্রমিকলীগ নেতা আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ আহবায়ক ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সহ-সভাপতি জুয়েল আহমদ, কলেজ শাখা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও পরে শিরণী বিতরণ করা হয় এর আগে হাবিবুর রহমান হাবিব নেতা-কর্মীদের নিয়ে উপজেলা প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পস্তবক অর্পন করেন।
জাহাঙ্গীর আলম মুসিক
তারিখঃ ১৫.০৯.২১