জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার প্রবাসীদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৭জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(৩০ জানুয়ারি) সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আহমদ শমশের সিরাজ সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আজম খান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, ফজলুল হক। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খলিল খান ও মালিক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: ছয়েফ খান, বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল কাইয়ুম, বিধান রঞ্জন ধর, ডালিয়া শাহানা, অভিভাবক সদস্য মো: ইকতার খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আহমদ আফজাল সিরাজ পাবেল, মো: মির্জা দুলাল আহমদ, মো: সুলেমান আলী, শওকত আলী, নমিতা রানী ঘোষ। প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ নওশের সিরাজ, মো: আনহার হোসেন খান, জুবের খান, মো: গোলাম মিনহাজ, বখতার খান, শামীম বকত, মোহাম্মদ বায়েজিদ আলম খান, ফয়েজ খান, মো: নাবিল খান, মো: আলম খান, শাহেদ আহমদ, মাহবুব কাইয়ুম, লেবু মিয়া, মোহাম্মদ লিয়াকত হোসেন খান, শাহান চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিপ্রা রানী রায়, দীপ্তা দে, কামরুন নাহার শাপলা, কনিকা দেব, মাছুম আহমেদ, স্বপ্না পাল, প্রশান্ত কুমার পাল, দীপংকর রায়, খালেদা আক্তার, শারমিন জাহান, বুশরা খানম, মোশারফ হোসেন, সৈয়দ মাছুম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী হাবিবা জান্নাত নিসা, মো: সাহজাদ আহমদ, আফরিন জান্নাত তুলি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আরিয়ান আলী। গীতা পাঠ করেন পূর্ণিমা দাস।