ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

যুক্তরাজ্য প্রবাসীর সাথে প্রতারণা : নবীগঞ্জের ২ তরুণীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে নবীগঞ্জের বাসিন্দা দুই তরুণীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দুই তরুণী হচ্ছেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুরের শাহ রাজা মিয়ার কন্যা শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম।

জানা গেছে, সিলেট নগরীর রায়নগর সোনারপাড়াস্থ (রাসোস- ২০) লন্ডন প্রবাসী সাউল মিয়া উরফে সাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে নাদিয়া ও সাদিয়া ২০২০ সালের মার্চে উঠেন। আত্মীয়তার সুবাদে তাদেরকে ২য় তলায় নিজস্ব ব্যবহৃত অংশ বিনা ভাড়ায় থাকতে দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়, ভাড়াটিয়াদের নিকট হতে ভাড়া আদায় করে প্রবাসীর ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। ভাড়া আদায়ের পাশাপাশি তাদের নিকট বাসার কাজের জন্যে লন্ডন থেকে টাকাও পাঠানো হয়। দুই বছর অবস্থানের পর তারা কাউকে না বলে বাসার মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নাদিয়া-সাদিয়াকে আসামীকে করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসীর কেয়ারটেকার কবির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং- ৯০৩/২০২২)।

কোতোয়ালী থানার এসআই মো. আজিজুল হক তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর আদালতে ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম প্রবাসীর কাছ থেকে নগদ ৫ লাখ ১৮ হাজার ৩৫০ টাকাসহ বাসা ভাড়ার টাকা আত্মসাত করত: বিভিন্ন মালামাল চুরি করে দন্ডবিধির ৩৮১/৪০৬/৪২০/৩৪ ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

জানা গেছে, মামলার তদন্ত চলাকালে গত ২০ নভেম্বর দুই তরুণী ওসমানী বিমানবন্দর দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের বাধায় ফিরে আসেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. জালাল আহমদ মামলাসহ পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। এদিকে, ঘটনার ব্যাপারে জানতে চেয়ে শাহ নাদিয়া বেগমের মোবাইলে কল দেয়া হলে বন্ধ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাজ্য প্রবাসীর সাথে প্রতারণা : নবীগঞ্জের ২ তরুণীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে নবীগঞ্জের বাসিন্দা দুই তরুণীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দুই তরুণী হচ্ছেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুরের শাহ রাজা মিয়ার কন্যা শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম।

জানা গেছে, সিলেট নগরীর রায়নগর সোনারপাড়াস্থ (রাসোস- ২০) লন্ডন প্রবাসী সাউল মিয়া উরফে সাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে নাদিয়া ও সাদিয়া ২০২০ সালের মার্চে উঠেন। আত্মীয়তার সুবাদে তাদেরকে ২য় তলায় নিজস্ব ব্যবহৃত অংশ বিনা ভাড়ায় থাকতে দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়, ভাড়াটিয়াদের নিকট হতে ভাড়া আদায় করে প্রবাসীর ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। ভাড়া আদায়ের পাশাপাশি তাদের নিকট বাসার কাজের জন্যে লন্ডন থেকে টাকাও পাঠানো হয়। দুই বছর অবস্থানের পর তারা কাউকে না বলে বাসার মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নাদিয়া-সাদিয়াকে আসামীকে করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসীর কেয়ারটেকার কবির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং- ৯০৩/২০২২)।

কোতোয়ালী থানার এসআই মো. আজিজুল হক তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর আদালতে ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, শাহ নাদিয়া বেগম ও শাহ সাদিয়া বেগম প্রবাসীর কাছ থেকে নগদ ৫ লাখ ১৮ হাজার ৩৫০ টাকাসহ বাসা ভাড়ার টাকা আত্মসাত করত: বিভিন্ন মালামাল চুরি করে দন্ডবিধির ৩৮১/৪০৬/৪২০/৩৪ ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

জানা গেছে, মামলার তদন্ত চলাকালে গত ২০ নভেম্বর দুই তরুণী ওসমানী বিমানবন্দর দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের বাধায় ফিরে আসেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. জালাল আহমদ মামলাসহ পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। এদিকে, ঘটনার ব্যাপারে জানতে চেয়ে শাহ নাদিয়া বেগমের মোবাইলে কল দেয়া হলে বন্ধ পাওয়া গেছে।