মাতৃভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস আজ বহুমুখী আগ্রাসনের শিকার: ছাত্রশিবির সভাপতি
- আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেছেন, পৃথিবীতে ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস শুধু আমাদেরই আছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছে।
ফলে শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাদৃত। ভাষা শহীদ ও ভাষা সৈনিকগণ দেশমাতৃকার গর্বিত সন্তান। দুঃখজনক হলেও সত্য যে আমাদের রক্তস্নাত ভাষা আজ আগ্রাসনের শিকার। শুধু তাই নয়, রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শিক কারণে আজ ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে।
তিনি বলেন, ভাষাকে কেন্দ্র করে বিশ্বের মানচিত্রে একটি জাতির অভ্যুদয় হয়েছে, সেই দেশটিও বাংলাদেশ। ভাষা আন্দোলন ও অর্জন বিশ্ব দরবারে জাতিকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে এই অর্জন আজ নানা কারণে ম্লান হয়ে যাচ্ছে। ভাষা আন্দোলনের শীর্ষ নেতা ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে হেনস্থা করা হয়েছে। অন্যান্য ভাষা সৈনিক, ভাষা শহীদদের পরিবারের প্রতিও হচ্ছে দারুণ অবহেলা। ভাষা সৈনিকদের আহবান ও দাবিকে অবমূল্যায়ন করা হচ্ছে।
অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজাতীয় সংস্কৃতির আমদানী ও প্রসার করে বাংলা ভাষাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। এব্যাপারে দেশপ্রেমিক আদর্শবান ছাত্র সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে।