কোম্পানীগঞ্জে ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে কাঠের আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলিখাল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নিম্বর আলীকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত বাবা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল ছিল দুষ্টু প্রকৃতির। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে।
ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে (২৫) মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন।
এক পর্যায়ে দুলাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা ও ভাই আলালকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা।