মোগলাবাজারের ছইফা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ছব্দলপুর গ্রামের ছইফা বেগম হত্যা মামলায় হান্নান মিয়া নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ একিউএম. নাছির উদদীন।
২০১৫ সালে দায়েরকৃত এই মামলার রায় দেয়া হয় গত ২২ মার্চ।
মামলার বিবরনে জানা যায় যে, মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার হান্নান তার গ্রামের মৃত তইফুল্লাহর বিধবা স্ত্রী ছইফা বেগমকে দ্বিতীয় বিয়ে করেছিলেন।
হান্নান চৌকিদারের প্রথম স্ত্রীর সাথে ছইফা বেগমের সম্পর্কে অবনতি ঘটে। এ সুযোগে ছইফা ফয়েজ নামের আরেক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
২০১৫ সালের ১৮ মার্চ রাতে ভিকটিম ছইফা বেগমকে ফয়েজের সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেখে হান্নান চৌকিদার ছইফা বেগমকে বটি দা দিয়ে আঘাত করলে তিনি মারা যান। মামলার বিচারকালে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।