মোগলাবাজার রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ, পরিচালক আহত
- আপডেট সময় : ১১:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি আব্দুল লতিফ নিজে নিশ্চিত করেছেন।
আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে।
এসময় জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি আব্দুল লতিফের মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।
পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তাঁর সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।