সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) আনুমানিক বিকেল ৪টার দিকে নগরীর নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার ৭৩ নং বাসার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।