সুনামগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহকালে স্কুলছাত্রী রাজনা হত্যাকান্ডের আসামি সালমান কর্তৃক আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদকে প্রাণনাশের প্রতিবাদে ও রাজনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার কর্মরত সাংবাদিকরা। মানবন্ধনে দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন তারা।
এসময় সাংবাদিকরা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে।যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকিস্বরূপ। স্কুলছাত্রী রাজনা হত্যায় জড়িত সালমান মিয়া’র দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদনূরকে হুমকির তদন্তের দাবি করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক সাংবাদিক বিজন সেন রায়, ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম, সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, সাজ্জাদ হোসেন শাহ্, জয়ন্ত সেন, হাবিবুল্লাহ হেলালী, আব্দুল্লাহ আল মামুন, শংকর দত্ত প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শুক্রবার স্কুল ছাত্রী রাজনা হত্যারা সাথে জড়িত চাচাতো ভাই সালমান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত প্রাঙ্গনে ফুটেজ তোলার সময় সাংবাদিক শহীদনূরের দিকে বার বার তেড়ে আসেন সালমান এবং তাকে হত্যার হুমকি প্রদান করেন। স্কুলছাত্রী রাজনা হত্যার পর থেকে সরজমিনে সংবাদ সংগ্রহ করে আসছিলেন এই সাংবাদিক। তাই ফুটেজ তোলার সময় ক্ষুদ্ধ হন অভিযুক্ত ঘাতক সালমান মিয়া।