সংবাদ শিরোনাম ::
দক্ষিণ সুরমায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। মনে রাখবেন দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
আমার নির্বাচনী এলাকায় যে সব উন্নয়ন হচ্ছে সকল কাজের গুনগত মান টেকসই রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। কোনো উন্নয়ন প্রকল্প নিম্নমানের কাজ হলে তা মেনে নেওয়া যাবেনা। তাই কাজের মান যাতে যথাযথ রাখতে সংশ্লিষ্টদের যত্নবান হওয়ার আহবান জানান। এখানে টেন্ডারবাজী, চাঁদাবাজী নেই, কেউ আপনাদের বিরক্ত করবে না।
এমপি হাবিব ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দক্ষিণ সুরমার উপজেলার বদিকোনায় ৩০ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট এর তত্বাবাধনে সিলেট মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট এর নিবার্হী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী শাহ আলম, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন।
উপজেলা আওয়ামীলীগের সদস্য কালামের হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নাহিদ হাসান, উপসহকারী প্রকৌশলী জুনেদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আফতাব আলী, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, সিসিক ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, সিলাম ইউ/পির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন আফাজ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুবলীগনেতা লোকমান আহমদ, ফারুক আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম, শ্রমিকলীগনেতা কিবরিয়া আহমদ অপু, জেলা ছাত্রলীগনেতা আব্দুর রহমান, তেতলী ইউ/পি মেম্বার লিটন আহমদ, তেতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম লাভলু প্রমুখ।
উল্লেখ্য সিলেট,বরিশাল, রংপুর, এবং ময়মনসিংহ বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক স্থাপন শীর্ষক প্রকল্প এর আওতায় ৩৩৪ ডিসিমেল ভূমির উপর ৬ তলা বিশিষ্ট একাডেমী ভবন ও ৬ তলা ওয়ার্কশপ ভবন নির্মান করা হলে ২ শয্যার ছাএী নিবাস থাকবে।