ভোজ্যতেলের বাজারজাতকরণের সচেতনতা বৃদ্ধিতে সিলেটে ক্যাব এর মানববন্ধন।
- আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের বাজারজাতকরণে নিষিদ্ধ ড্রাম ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীতে “কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাব” এর মানববন্ধন সিলেটে অনুষ্টিত হয়।ক্যাব এর সিনিয়র সহ সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বক্তারা ভোজ্য তেলের বাজারজাতে অস্বাস্থ্যকর ও অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধ করার জন্য মানববন্ধন এবং জনসচেতনতা তৈরী করেন । এতে বক্তারা নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আলোকপাত করেন ।
১. ড্রামগুলো ফুড গ্রেড অনুযায়ী সঠিক নয় এবং স্বাস্থের জন্য অনিরাপদ । ২. ড্রামগুলো থেকে কেমিক্যালের অবশিষ্টাংশ দূর করা যায়না। ৩. এই ড্রামগুলোতে সাধারণত রাসায়নিক দ্রব্য বাজারজাত করা হয়। ৪. ড্রামে থাকা ভোজ্য তেলের মান ধীরে ধীরে খারাপ হতে থাকে। ৫. এতে আইনের দ্বারা নির্ধারিত লেবেলিং করা থাকেনা। ৬. ড্রামে রাখা ভোজ্য তেল কোথা হতে উৎপাদিত তা দেখা কিংবা বোঝা যায়না। ৭. স্পষ্ট ও দৃশ্যমান সমৃদ্ধকরণ প্রতীক ব্যবহার করা হয়না । বিএসটিআই এই খাদ্যমান প্রতীক ব্যবহার করা হয়না। ৮. আইন মোতাবেক ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ এই বিবৃতি থাকেনা।
ভোক্তা হিসেবে আপনি সহজেই প্রতারিত হতে পারেন। এবং পাশাপাশি অনিরাপদ ভোজ্য তেলে গ্রাহকের সুস্বাস্থের জন্য হুমকিস্বরুপ এবং দেহে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি করার অন্যতম কারণ । ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাবের যৌথ উদ্যোগে এই মানবন্ধন আয়োজিত হয়। মানবন্ধনে আর ও উপস্থিত ছিলেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর অন্যান্য সদস্যরা মোঃ পারভেজ আহমেদ, সচিব বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ সহ-সভাপতি ক্যাব সিলেট এডভোকেট শফিকুর রহমান উপদেষ্টা ক্যাব সিলেট জেলা, মোঃ জাকিরুল ইসলাম সিলেট বিভাগীয় কমিটি, মোঃ শাজাহান সিরাজ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা কমিটি, মোঃ এনামুল করিম চৌধুরী সিলেট জেলা কমিটি, মোঃ আতেফ চৌধুরী সিলেট জেলা কমিটি, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক নারী জাগ্রত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেটের টাইমস ডটকম এর প্রকাশক রোটারীয়ান গোলাম রব্বানী সহ প্রমুখ । মানবববন্ধন শেষে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।