মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলো বেস্টটিম
- আপডেট সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই’ এই আলোকে রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তন (রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস), রাজশাহী তারিখ ও সময়: ২৮ জুন ২০২৪, রোজ শুক্রবার বিকেল ৪ টা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী ২৬ জুন আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও আন্তর্জাতিক মাদক মুক্ত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নন্দন সাহিত্য একাডেমী বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ।
মো. আলতাফ হোসেন মিয়া, সাবেক পুলিশ ইন্সপেক্টর, ক্রীড়া সংগঠক ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ সাইদুর রহমান সাইদ, লেখক, প্রকাশক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নন্দন সাহিত্য একাডেমি বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, মাননীয় বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি: শামীম আহমেদ, মাননীয় জেলা প্রশাসক, রাজশাহী। বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, সভাপতি, বংলাদেশ আওয়ামিলীং, রাজশাহী মহানগর ও অর্জন সদ্য, নন্দন সহিত্য একাডেমি। ড. মোঃ ফয়েজুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী।
লায়ন আলহাজ্ব মো. আব্দুল মালেক, ডেপুটি রেজিস্ট্রার, রাংবি: ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। ড. আব্দুল্লাহ আল ফিরোজ, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী ও আজীবন সদস্য, নন্দন সাহিয়া একাডেমি। অধ্যাপক লুৎফে আরা রেহমান, অধ্যক্ষ, প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি।
মিজানুর রহমান কাজী, ব্যাবস্থাপনা পরিচালক, আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, রাজশাহী। মোঃ শওকত আকবর, সভাপতি, নওগাঁ জেলা কল্যাণ সমিতি ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। মো. আসমাউল হুসনা, ব্যাবস্থাপনা পরিচালক, ত্রিকোন প্রোপার্টিজ ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। অমিত হালদার, প্রিন্সিপাল ও পরিচালক নর্থ পয়েন্ট স্কুল, রাজশাহী।
এসময় বক্তারা বলেন মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। তারা আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে।
মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে। সাধারণত ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, , মদ, গাঁজা ও ভাংসহ বিভিন্ন নামে বিভিন্নরূপে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে।
দার্শনিক রবার্ট ওয়েনের একটি বক্তব্য ছিল- ‘মানুষ হয় তেমনি যেমনটা তাকে গড়ে তোলে পরিবেশ। মানুষকে উন্নত করতে হলে সে যেখানে গড়ে ওঠে সেই পরিবেশ বদলানো চাই।’ আসলে আমাদের বিশ্ব-গ্রামের পরিবেশ বদলানো দরকার। বিশ্ব-গ্রামের পরিবেশ বদলানো গেলে আমাদের বাংলাদেশও বদলে যাবে ।
আলোচনা সভা শেষে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন সম্মাননা স্মারক প্রদান করা হয় । বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাফিউল ইসলাম রকি ।