নওগাঁয় শিক্ষার্থীদের দিয়ে এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন
- আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী শিক্ষার্থী ও কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় এই আযোজন করে। কর্মসূচি আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার ও ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স কর্মকর্তা জয়িতা সাহা, প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দীকসহ অন্যান্যরা। পরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জেলার ১১ টি উপজেলার ১ লাখ ১৪ হাজার ৮০৪ জন কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে। ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী অথবা ১০ বছর থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেয়া হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।