আগামীকাল মা’হাদুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেটের আন্তর্জাতিক ক্বিরাআত সম্মেলন
- আপডেট সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ডের টুকেরবাজার, তেমুখীতে কুরআন-সুন্নাহ শিক্ষালয় মা’হাদুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেট এর উদ্যোগে সবক প্রদান ও ১ম আন্তর্জাতিক ক্বিরাআত সম্মেলন-২০২২ আগামীকাল ২৭ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাহেবেরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
রাজারগাঁও মাদরাসার মুহতামিম মুফতি আবুল খায়ের ক্বাসেমী, সাহেবেরগাঁও জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী শায়েস্তা খান, শাবিপ্রবি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুতিউর রহমান, জামেয়া আবু বকর রাঃ মুহতামিম হাফিজ আশিকুর রহমান এর পৃথক পৃথক সভাপতিত্বে সবক প্রদান করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, উচ্চতর সনদপ্রাপ্ত বিশ্ব নন্দিত ক্বারী শায়খ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী।
সম্মেলনে তেলাওয়াত করবেন মিশরের বিশ্ব বিখ্যাত ক্বারী শায়খ রাফাত হুসাইন, ইরানের শায়খ ক্বারী সাইদ তুসি, আফগানিস্তানের শায়খ ক্বারী আব্দুল কবীর হায়দরী, ভারতের শায়খ ক্বারী তৈয়ব জামাল, ইন্দোনিশিয়ার শায়খ ক্বারী আব্দুল্লাহ ফিকরী, মালয়েশিয়ার শায়খ ক্বারী আনওয়ার বিন হাসিন, যুক্তরাজ্যের শায়খ ক্বারী মুদ্দাসসির আনওয়ার।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় ও সাহেবেরগাঁও গ্রামবাসী ও রিফাত এন্ড কোং এর সহযোগিতায় কুরআনের এই আজিমুশ্বান মাহফিলে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্মেলনের তত্ত্বাবধায়ক সাগরদিঘিরপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী কাউসারুজ্জামান গনী ও পরিচালক জামেয়া মানারুল হুদা ও জামেয়া আবু বকর রাঃ সিলেটের শিক্ষক মাওলানা ক্বারী আব্বাস উদ্দীন।