আমি নির্বাচিত হলে স্মার্ট নগরী উপহার দেব : আনোয়ারুজ্জামান চৌধুরী
- আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট নগরী উপহার দিবো। নগরবাসীকে যাতে উন্নয়ন দুর্ভেোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সচেতন থেকে কাজ করবো। সারাদেশের মধ্যে সিলেটই হবে সবচে দৃষ্টিনন্দন এবং বাসযোগ্য নগরী।
শনিবার (৬ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদে শাজালাল ব্লক আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন, এডভোকেট প্রদীপ ভট্রাচার্জ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, সদস্য সাব্বির খান, লোকমান উদ্দিন, মুহাবুর রহমান ছাবু, জেলা স্বেচ্ছাসেবলীগের সহসভাপতি পিযুষ কান্তি দে, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, তারেক আহমদ চৌধুরী,সজিব আহমদ,,জহিরুল ইসলাম রিপন হোসাইন,প্রবাল চৌধুরী পুজন, মোহাম্মদ সাগর,শাহ আলম শাওন,কাজি মাসুদ,ফয়জুর রহমান ফয়েজ,হবিবুর রহমান পাভেল, সজল দাস অনিক , শেখ ইয়াহিয়া, সবুর আহমদ, বাছিত তুহিন, সবুর আহমদ দীপু, ফাহিম আহমদ হামিম, মাহিদুল ইসলাম সৌমিক, সাফকাত হাসান প্রমুখ।