বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
গত ২ অক্টোবর রাতে কলেজ ছাত্র তানভীর আহমেদ ও রাহিম আহমেদ রাব্বির উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাহিন আহমেদ মুহিন, শেখ সাদী, সনী আহমেদ, তামিম আহমেদ, মেহরাব হোসেন জীসান, মাহফুজ তামিম, মিনহাজ আহমেদ যুবরাজ, মারজান আহমেদ, বারী আহমদ, মাহদি, সোহাগ আহমেদ, রাতুল আহমেদ, নিয়াজ আহমেদ, রানা আহমেদ, জয়রাজ প্রমুখ।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
আরো পড়ুন: ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফল করুন