কানাইঘাট নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
সিলেটের কানাইঘাট সুরমা নদী দিয়ে গরু পারাপার করার সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া আব্দুর রব নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ৭ ঘন্টা পর বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে আব্দুর রবের লাশ ভেসে উঠে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর বাসিন্দা আব্দুর রব (৬০) নামে এক বৃদ্ধ তার কয়েকটি গরু মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর পানিতে নেমে গরুগুলো পার করার সময় পানিতে তলিয়ে যান।
তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশী চালিয়ে আব্দুর রবের সন্ধান পাননি।
একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে নিখোঁজ আব্দুর রবের লাশ ভেসে উঠে। পরে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।