বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
কুচাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মীর আহমদের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ৪২৪ বার পড়া হয়েছে
কুচাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মীর আহমদের জন্মদিন পালন করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। রবিবার বিকাল ৫ ঘটিকায় কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজ এর সামনে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিঠু,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসিয়ার আল মামুন,ইবরাহীম খলীল,বঙ্কবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক তালহা আহমদ,সামাদ আহমদ,ইফতেখার হোসেন বুলবুল, এমরান আহমদ, সিয়াম আহমদ মান্না, মাহফুজ আহমদ,রাহি আহমদ,আদিল আহমদ রাহাত,পাপ্পু সাব্বির,শাহজাহান আহমদ, এবি নাবিল, তাহসিন আহমদ, জুম্মান আহমদ, আবজল হাসান, সিপন আহমদ, সাহান আহমদ, মুকতার, ফাহাদ, ফারহান, রায়হান, মাহিন,সুলতান,মাহদি,মামুন,নাইম,তাওহিদ,মনু আহমদ, সাদেক, তামজীদ, সিহাব, বক্কর, প্রমূখ।