কুচাই পশ্চিম ভাগে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত
- আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ৮২ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: আগামী ২৮ জুলাই সিলেট ৩ আসনের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুচাই ইউনিয়নের পশ্চিম ভাগ ১ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী সেন্টার থেকে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষে রবিবার রাতে পশ্চিম ভাগ আবাসিক এলাকার পূর্ব মহল্লার শ্রমিক নেতা শফিক মিয়ার বাড়ীতে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে ।
এলাকার বিশিষ্ট মুরব্বী হিরন মিয়ার সভাপতিত্বে ও পশ্চিম ভাগ ১ এর সেন্টার কমিঠির আহবাহক ও কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রফিুকুল ইসলাম রফুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪ নং কুচাই ইউনিয়নের বার বার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আুল কালাম ।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের য়ুব ও ত্রুীড়া সম্পাদক আখতার হোরসন রাসেল, উপস্তিত ছিলেন ৪ নং কুচাই ইউনিয়নের ৬ নং ওয়াডের মেম্বার মইন মিয়া, বিশিষ্ট মুরব্বী আলা উদ্দিন, ছানা মিয়া,জলফু মিয়া, যুবলীগ নেতা মিছবা মিয়া, আব্দুল আহাদ,সজিবআলী,বাবরআহমদ,এনামুর রহমান কালা,ছাত্রলীগ নেতা রিয়াদআহমদ,জাকারিয়াআহমদ,নিজাম মিয়া,জামাল আহমদ,কামাল আহমদ প্রমুখ ।