সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে গাঁজার গাছসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে গোয়াইনঘাট থানার এসআই আক্তারুজ্জামান ও এএসআই এনামুল হক ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এসময় গোয়াইনঘাট থানাধীন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ প্রতাপপুর গ্রামে মো. মিজানুর রহমান ওরফে মিজান পাগলা (৬০) নামে এক বৃদ্ধের বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক বৃদ্ধের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা রুজু করে তাকে আজ বৃহস্পতিবার (৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।