ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

চাচার ছোড়া ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত রাকিব, সাত দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের  বড়লেখায় চাচার ছোড়া ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত রাকিব হোসেন (২৪) টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার রাতে মারা গেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত চাচা মায়ন আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর (দক্ষিণ) গ্রামের বাসিন্দা রাকিব হোসেন ও তার চাচা মায়ন আহমদ পেশায় আগর কাঠ ফিনিশিং শ্রমিক। গত ১৯ মার্চ (বুধবার) রাতে কাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মায়ন আহমদ হাতে থাকা ধারালো বাটাল ছুড়ে মারেন, যা রাকিবের তলপেটে গভীরভাবে বিদ্ধ হয়।

 

গুরুতর আহত অবস্থায় রাকিবকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান।

 

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর একটি চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে রাকিবের চিকিৎসার কাগজপত্রও কৌশলে ছিনিয়ে নেওয়া হয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার মূল অভিযুক্ত মায়ন আহমদকে গ্রেপ্তার করে।

 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতিকালে বৃহস্পতিবার নিহত রাকিব হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা জামিল আহমদ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকারী আসামি মায়ন আহমদকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাচার ছোড়া ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত রাকিব, সাত দিন পর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

মৌলভীবাজারের  বড়লেখায় চাচার ছোড়া ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত রাকিব হোসেন (২৪) টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার রাতে মারা গেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত চাচা মায়ন আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর (দক্ষিণ) গ্রামের বাসিন্দা রাকিব হোসেন ও তার চাচা মায়ন আহমদ পেশায় আগর কাঠ ফিনিশিং শ্রমিক। গত ১৯ মার্চ (বুধবার) রাতে কাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মায়ন আহমদ হাতে থাকা ধারালো বাটাল ছুড়ে মারেন, যা রাকিবের তলপেটে গভীরভাবে বিদ্ধ হয়।

 

গুরুতর আহত অবস্থায় রাকিবকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান।

 

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর একটি চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে রাকিবের চিকিৎসার কাগজপত্রও কৌশলে ছিনিয়ে নেওয়া হয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার মূল অভিযুক্ত মায়ন আহমদকে গ্রেপ্তার করে।

 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতিকালে বৃহস্পতিবার নিহত রাকিব হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা জামিল আহমদ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকারী আসামি মায়ন আহমদকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।