টুকু-নয়ন সহ নেতৃবৃন্দর মুক্তির দাবীতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ- সভাপতি নুরুল ইসলাম নয়ন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় কদমতলী পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় কদতমলী পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
২৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবলু হোসেন হৃদয়ের সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান সাজাই এর পরিচালনায় সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এম এ মতিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন ও রাখেন ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহেরাজ হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজু মিয়া, ২৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ খান, যুবদল নেতা মাসুদ রানা, পাপ্পু আহমদ, সাদ্দাম হোসেন, লায়েক আহমদ, মাছুম আহমদ, সোহেল আহমদ। এছাড়াও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চলমাণ বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব জনগণ যখন এই কর্তৃত্ববাদী অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে তখনই সরকার বিরোধী মতাদর্শের সৈনিক গ্রেফতার, হামলা, মামলা দিয়ে হয়রানী করছে। অনতিবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। বিজ্ঞপ্তি