তানজিমুল কুরআন মাদ্রাসার সবক দান সম্পন্ন

- আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ০ বার পড়া হয়েছে
তানজিমুল কুরআন মাদ্রাসার সবক দান সম্পন্ন
সমাজের সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষার
আলো ছড়িয়ে দিতে হবে
—– প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ
লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ বলেছেন, সকল প্রকার সমাজ গর্হিত কাজ ও অপসংস্কৃতি, অনৈতিক, অনৈসলামিক কাজ রোধে ও ইহুদিদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সমাজের প্রতিটি জায়গায় ইসলামি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি ১৯ এপ্রিল শনিবার সিলেট সিটি করপোরেশনের ৩৮নং ওয়ার্ডে অবস্থিত তানজিমুল কুরআান মাদ্রাসার সবকদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সহকারী মুহতামিম মাওলানা মাসুক আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল মুনিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর রশিদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাদ্রাসার পরিচালক আ. খ. ম লোকমান, মোঃ নাসিমুর রিয়াজ। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাস্টার খায়রুল ইসলাম।
অন্যান্যদের উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা জমির আহমদ, হাফিজ আসআদ আহমদসহ শিক্ষক,অভিভাবক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি