দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাএদল নেতা অলিদ, মামুন ও মাহিনকে প্রাণনাশের হুমকি

- আপডেট সময় : ০৮:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাএদল সভাপতি মো. শাহ সুলতান অলিদ, সিয়িনর সহ-সভাপতি আব্দুল বাসিত ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম মাহিনকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ জামাত-শিবিরের ক্যাডারদের বিরুদ্ধে।
গত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মধ্যরাতে শিলাম খড়ারি গ্রামস্থ বাড়িতে গিয়ে জামাত-শিবিরের ক্যাডাররা মো. শাহ সুলতান অলিদ না পেয়ে তার পরিবারের সদস্যদের কাছে তাকে হত্যার হুমকি দেয় বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, একইদিন বাংলাদেশ জামাত-শিবিরের ক্যাডাররা কলেজ ছাএদলের সহ-সভাপতি আব্দুল বাসিত ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম মাহিনকেও প্রাণ নাশের হুমকি দেয়।
এ ঘটনায় মো. শাহ সুলতান অলিদের পিতা গণমাধ্যমকে জানান, আমার ছেলে মো. শাহ সুলতান অলিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএপির রাজনীতি করে আসছে। বর্তমানে সে যুক্তরাজ্যে বসবাস করছে। যুক্তরাজ্য থেকেও সে জাতীয়তাবদী দল বিএপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছে। রাজনৈতিক সভাবেশ ও মিছিলে সে বাংলাদেশ জামাত-শিবিরের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে মত প্রকাশ করে। এরই জের ধরে গত ১৯ সেপ্টেম্বর তাকে না পেয়ে আমাদের বাড়িতে এসে বাংলাদেশ জামাত-শিবিরের ক্যাডাররা প্রাণনাশের এ হুমকি দেয়। এই হুমকির পর আমার পরিবারের সদস্যরা অত্যন্ত ভয়ের মধ্যে আছেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, মো. শাহ সুলতান অলিদ, আব্দুল বাসিত ও মো: আমিনুল ইসলাম মাহিন নামে তিন ছাত্রদল নেতা এবং তাদের পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকির দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।