পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম রববানী
- আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের টাইমস ডট কম এর প্রকাশক, দৈনিক জাগ্রত সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও ইফাজ ট্রাভেলস এর স্বত্তাধিকারী রোটারিয়ান গোলাম রববানী ।
বুধবার (২৮ জুন) এক শুভেচ্ছা বার্তায় গোলাম রববানী বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না। পৌঁছায় আমাদের তাকওয়া।
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রতী হওয়াই কোরবানির মর্মবাণী। পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে জীবন-যাপনে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া আমাদের কর্তব্য। কোরবানির সে শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে। ঈদ মোবারক।