পুলিশ ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক : এসএমপি কমিশনার
- আপডেট সময় : ০৩:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
পুলিশ-সাংবাদিকদের মধ্যে রয়েছে নিবিড় সু-সম্পর্ক। পুলিশ-সাংবাদিকদের তথ্য আদান-প্রদানে উন্নত হচ্ছে আইন শৃঙ্খলা। পুলিশ ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক, যে কোনো ধরনের অপরাধ নির্মূলে ও অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম।
রোববার (২০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ।
এসময় সিলেটের আইনশৃঙ্খলা ও সাংবাদিকতার নানা বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপকমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস।
সাংবাদিকদের মধ্যে ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, প্রচার সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য রণজিৎ সরকার, ক্লাব সদস্য শফিকুর রহমান চৌধুরী, আশরাফ চৌধুরী রাজু, আহমেদ জামিল ও ফয়জুল ইসলাম।