পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে প্রজ্ঞাপন ইস্যু করেছে রাজস্ব বোর্ড
- আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আমদানিকরা পেঁয়াজের সব শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন ইস্যু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআর পেঁয়াজের ওপর আরোপ করা সব আমদানি শুল্ক হতে অব্যাহতি দেওয়া হলো। আর এ আদেশ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়।
যেখানে বলা হয়েছিল, সম্প্রতি পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এছাড়া, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে এ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজ চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং আমদানি-নির্ভরতা কমাতে ২০২০-২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের ওপর থেকে ওই শুল্ক প্রত্যাহার করে সরকার। এর আগে ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনলাইন সভায় পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন।