ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফল করুন
- আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ফিলিস্তিনের অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাস্তবায়নের লক্ষে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ইসলামী আন্দোলনের কার্যালয়ে বেঠকে আগামী শুক্রবার বাদ জুম’আ সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিন এর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, বামুক নায়বে ছদর আব্দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান শাহী, নগর প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, জেলা সদস্য মাওলানা রহুল আমিন, শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল হক, ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, নগর সভাপতি মুহাম্মাদ মকবুল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলবাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়সাল আহমদ।
আগামী শুক্রবার ১৩ অক্টোবর বিক্ষোভ মিছিলে সিলেটের সর্বস্থরের জনগনকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।