বিমানের জরুরি দরজা খুলে ডানায় হাঁটলেন নারী

- আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ ২৬৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :: বিমানের ভেতরে নাকি অসহ্য গরম। তাই বাতাস খেতে জরুরি দরজা খুলে বিমানের ডানার উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এক নারীকে। ঘটনাটি ঘটেছে ইউক্রেন আন্তার্জাতিক বিমানবন্দরে।
সংবাদমাধ্যম দ্য সান জানায়, তুরস্কে বোয়িং ৭৩৭-৮৬এন বিমান অবতরণ করার পরই ওই ইউক্রেনিয়ান নারী এমারজেন্সি এক্সিট খুলে ফেলেন। তারপর বিমানের ডানায় উঠে বলতে থকেন, বিমানের ভিতর অসহ্য গরম। তাই সেখানে থাকা যাচ্ছে না।এ বিষয়ে অন্য এক বিমানযাত্রী বলেন, বিমান অবতরণ করার পরই সব যাত্রীরা প্রায় বেরিয়েই গিয়েছিলেন। ওই নারী বিমানের পেছনের দিয়ে গিয়ে জরুরি দরজা খুলে দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
যখন এমন কাণ্ড ঘটছে, তখন যাত্রীদের মধ্যে থেকে তার সন্তানরা অবাক হয়ে বলে উঠে, সে আমাদের মা। তবে এমন কাণ্ড কি আর ভাইরাল হতে সময় লাগে? সোশ্যাল মিডিয়া বিমানের ডানায় হাঁটাচলা করার ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কথায় কোনো মানসিক অসুস্থতার লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। তবে বিমান সুরক্ষা লঙ্ঘন করার জন্য তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ।