বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
মাধবপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মিন্নত আলী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নম্বরের একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রিজের রেলিংয়ের উপরে উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মিন্নত আলী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।