রিকশা শ্রমিক ইউনিয়ন মিরাপাড়া শাখার ইফতার মাহফির অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর অন্তর্ভুক্ত মিরাপাড়া শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ৭ মার্চ শুক্রবার বিকালে নগরীর মিরাপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফির পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
রিক্সা শ্রমিক নেতা কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও জয়নাল আবেদীন এর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জয়নাল মিয়া, নজরুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুস সোবাহান, রনি আহম্মদ প্রমুখ সহ স্থানীয় রিক্সা শ্রমিকগণ।
প্রধান অতিথির আবু বক্কর সিদ্দিক বলেন, শ্রমজীবীর মেহনতী মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আসুন সুন্দর একটি সমাজ গঠন করে যে সমাজে চাঁদাবাজ থাকবে না, ধর্ষণ থাকবে না, ঘুষখোর থাকবে না। এমন একটা রাষ্ট্র উপহার দিতে পারলেই দেশের মানুষের কল্যাণ আসবে। বিজ্ঞপ্তি