ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন জামেয়া মোহাম্মদিয়া সিলেটের শিক্ষার্থীদে মাঝে শীতবস্ত্র বিতরণ দরিদ্রদের মধ্যে ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের কম্বল বিতরণ সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভা অনুষ্ঠিত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন শ্রীমঙ্গলে ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমা।  জনস্বাস্থ্য ঝুঁকির মুখে! জনতার বাঁধার মুখে ট্রাক আটক! কথিত চাঁদাবাজির অভিযোগ!  কোরআন শিক্ষা নিতে গিয়ে হুজুর কর্তৃক ছাত্রী ধর্ষণের চেষ্টা সিলেটে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে বাসদের মিছিল সমাবেশ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু

শাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় এক গ্রুপের কর্মী অপর গ্রুপের কর্মীর বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমানের গ্রুপের কর্মী রাউফুন জাহান (মিলিনিয়াম)। মামলায় রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন ও তার গ্রুপের সমর্থকদের অভিযুক্ত করা হয়।

মামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের ফারদিন কবির, নৃবিজ্ঞানের দীপ্ত রায়, রসায়ন বিভাগের মোস্তফা সাজ্জন, অর্থনীতি বিভাগের নাজমুল হুদা শুভসহ ১৫ জনের নামে মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাউফুনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান (ফাহমি) বলেন, ‘রাউফুনের অভিযোগের ভিত্তিতে আদালতে একটি মামলা হয়েছে। তাতে আদালত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

এরআগে গত ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থক ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারদিন কবিরকে মারধরের ঘটনায় আদালতে মামলার আবেদন করেন ফারদিন। এদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান, তার অনুসারী সাজ্জাদ হোসেনসহ আরও ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে অজ্ঞাত নামায় আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

রাউফুনের মামলার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীকে বলেন, মামলার বিষয়টি আমরা আনঅফিসিয়ালি জেনেছি, তবে লিখিত কোন নির্দেশনা পাইনি।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এদিন সন্ধ্যায় শাহপরান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ১৩ ফেব্রুয়ারি ফারদিন কবির সজীব ও তার সমর্থকদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আদালত জালালাবাদ থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা 

আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় এক গ্রুপের কর্মী অপর গ্রুপের কর্মীর বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমানের গ্রুপের কর্মী রাউফুন জাহান (মিলিনিয়াম)। মামলায় রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন ও তার গ্রুপের সমর্থকদের অভিযুক্ত করা হয়।

মামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের ফারদিন কবির, নৃবিজ্ঞানের দীপ্ত রায়, রসায়ন বিভাগের মোস্তফা সাজ্জন, অর্থনীতি বিভাগের নাজমুল হুদা শুভসহ ১৫ জনের নামে মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাউফুনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান (ফাহমি) বলেন, ‘রাউফুনের অভিযোগের ভিত্তিতে আদালতে একটি মামলা হয়েছে। তাতে আদালত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

এরআগে গত ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থক ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারদিন কবিরকে মারধরের ঘটনায় আদালতে মামলার আবেদন করেন ফারদিন। এদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান, তার অনুসারী সাজ্জাদ হোসেনসহ আরও ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে অজ্ঞাত নামায় আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

রাউফুনের মামলার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীকে বলেন, মামলার বিষয়টি আমরা আনঅফিসিয়ালি জেনেছি, তবে লিখিত কোন নির্দেশনা পাইনি।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এদিন সন্ধ্যায় শাহপরান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ১৩ ফেব্রুয়ারি ফারদিন কবির সজীব ও তার সমর্থকদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আদালত জালালাবাদ থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন।