শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও চোলাই মদসহ গ্রেপ্তার ৬
- আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোলাই মদ ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিসহ ৬জন গ্রেপ্তার হয়েছে।
শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাছান, এসআই তীথংকর দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শংকর নিকিয়াশন (৫০ ও মো. জসিম মিয়া (৪২)। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
এছাড়াও অন্য এক অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামি আটক হয়। আটককৃতরা হলেন, নাঃ শিঃ-১১৭/২২, পিটিশন-৩৩/২২, এর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল করিম, সিআর-১৫/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সাজিদ মিয়া, নারী ও শিশু মামলা ১৬১/২০১৫, পিটিশন মামলা-১৫৩/২০১৫ এর পরোয়ানাভুক্ত আসামি জিলু মিয়া ও মোছাঃ আয়রুন বেগম।
রোববার (৬ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত ৬ আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।