সংবাদ শিরোনাম ::
সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক মঈন উদ্দিনের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন।
সোমবার (২২ মে) সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নজরুল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এস এম সুজন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দৈনিক একাত্তরের কথার স্টাপ রির্পোটার জিকরুল ইসলাম, জয়ন্ত দাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ,ওয়ার্ডের বিভিন্ন স্হরের মানুষ।
সাংবাদিক মঈন উদ্দিন বলেন, আসছে ২১ জুন ওয়ার্ডবাসী সুচিন্তিত রায়ের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এ ক্ষেত্রে তারা সৃষ্টিশীল, যোগ্য, সুশিক্ষিত এবং সৎ ও ভালোমানুষকেই বেছে নিবেন বলেই আমি বিশ্বাস করি। আমি মনে করি, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ‘পরিবর্তনের’ পক্ষেই তাদের রায় দেবেন।