সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ১০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ১০৩ পিস ইয়াবাসহ আকমল শাহ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৩ জুলাই) রাতে জামালগঞ্জ থানার এসআই মো. মেহেদী হাসান ও এএসআই সৌরভ দাসসহ একদল পুলিশ উপজেলার গাউছুল আযম সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করে।
আটক যুবক, জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ওয়াকিব আলী শাহ এর ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।