সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের বানিয়াচং থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) দুপুরে এসআই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায় ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের পলাতক আসামি আবিদুর মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬ হাজার ১০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চতুরঙ্গ রায়ের পাড়ার হাফিজ মিয়ার পুত্র মহসিন মিয়া (২৮), কাজী মহল্লা গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র মো. সজল মিয়া (২৮) ও পূর্বগড় আলাউদ্দিন মিয়ার পুত্র লিটন মিয়া (৩৮)।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তাদেরকে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: সিলেট সেন্ট্রাল কলেজে এসসি ও দাখিল উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা